শুক্রবার (১৩ এপ্রিল) সকালে বেনাপোল পৌরসভার ডাবলু মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক রহিম যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডুবপাড়া গ্রামের আয়নাল ইসলামের ছেলে।
বিজিবি জানায়, বেনাপোল বাজারের একটি মার্কেটের সামনে অবৈধ হুন্ডি ব্যবসায়ী টাকা লেনদেন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ২২ লাখ ২২ হাজার টাকাসহ ওই হুন্ডি ব্যবসায়ীকে আটক করে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক বাংলানিউজকে জানান, আটক রহিমের বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলার প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
এজেডএইচ/আরআইএস/