ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পাড়ায় পাড়ায় খেলাধুলা, চলছে অতিথি আপ্যায়ন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪৮, এপ্রিল ১৩, ২০১৮
পাড়ায় পাড়ায় খেলাধুলা, চলছে অতিথি আপ্যায়ন উৎসবে মেতে উঠেছে পাহাড়ি জনগোষ্ঠী-ছবি-বাংলানিউজ

খাগড়াছড়ি: পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী উৎসব ‘বৈসাবি’র শুক্রবার (১৩ এপ্রিল) দ্বিতীয় দিন। চাকমারা মূল বিজু এবং ত্রিপুরা জনগোষ্ঠী হারি বৈসু উদযাপন করছে। সারাদেশের মানুষ শনিবার (১৪ এপ্রিল) উদযাপন করবে বাংলা নববর্ষ। তবে গত বৃহস্পতিবার (১২ এপ্রিল) থেকেই পাহাড়ে শুরু হয়েছে বর্ষবিদায় আর বর্ষবরণের ঐতিহ্যবাহী আয়োজন।

শুক্রবার পাহাড়ের চাকমা জনগোষ্ঠী উদযাপন করছে মূল বিজু। উৎসব উপলক্ষে প্রতিটি ঘর ফুলে ফুলে সাজানো হয়েছে।

পরিষ্কার করা হচ্ছে ঘরবাড়ি-দোকানপাট। ঘরে ঘরে বিরাজ করছে উৎসবের আমেজ। চাকমা জনগোষ্ঠীর ঘরে ঘরে চলছে অতিথি আপ্যায়ন। এই দিনে নানা রকমের সবজির সংমিশ্রণে তৈরি বিশেষ পাজন পরিবেশন করা হয়। এই পাজনের ওষধি গুণের কারণে বিশেষ দিনকে উপলক্ষ করে এটি তৈরি করা হয়। এছাড়া যার যার সাধ্য মতো নানা রকমের খাবারের আয়োজন করা হয়।  
 
এদিকে বৈসাবি উপলক্ষে পাড়ায় পাড়ায় চলছে খেলাধুলা। শনিবার চাকমা জনগোষ্ঠীর উৎসবের শেষ দিন গজ্জাপজ্জা ও ত্রিপুরা জনগোষ্ঠী উৎসবের দ্বিতীয় দিন বৈসুমা উৎসব উদযাপন করবে।
 
একই দিন থেকে মারমা জনগোষ্ঠীর চার দিনব্যাপী সাংগ্রাই উৎসব শুরু হয়েছে। উৎসবের শুরুতে তরুণ-তরুণীরা জলকেলি কিংবা পানি খেলায় মিলিত হয়। শহরে বের করা হবে বর্ণাঢ্য র‌্যালি।
 
বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, ১৩ এপ্রিল, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।