ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ভোলায় অভয়াশ্রমে ইলিশ শিকারের দায়ে ১৩ জেলের জেল-জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৩, এপ্রিল ১১, ২০১৮
ভোলায় অভয়াশ্রমে ইলিশ শিকারের দায়ে ১৩ জেলের জেল-জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভয়াশ্রমে ইলিশ ধরার দায়ে ১০ জেলেকে এক বছর করে কারাদণ্ড ও তিনজনকে চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তিনটি নৌকা, ১৩ হাজার মিটার কারেন্ট জাল ও ১২ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

বুধবার (১১ এপ্রিল) রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামাল হোসাইনের ভ্রাম্যমাণ আদালত এ জেল-জরিমানা করেন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ভোলা সদরের সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, রাতে ইউএনও কামাল হোসাইনের নেতৃত্বে মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও কোস্টাগার্ডের একটি দল মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযান চালায়। এ সময় ইলিশা, মাঝের চর, ভাংতির খাল, ভেদুরিয়া ও হাজিরহাট পয়েন্ট থেকে ইলিশ ধরার দায়ে ১৩ জেলেকে আটক করা হয়। এদেন মধ্যে তিন জেলের চার হাজার টাকা জরিমানা এবং বাকিদের এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। জব্দকৃত ইলিশ এতিম খানায় বিতরণ করা হয়েছে এবং জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে।

মার্চ-এপ্রিল দুই মাস ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকাকে ইলিশের অভায়শ্রম হিসেবে ধরা হয়েছে। তাই এসব পয়েন্টে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য বিভাগ।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।