ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নিয়ম না মেনে ছোট ইট তৈরি করায় জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৫, এপ্রিল ১১, ২০১৮
নিয়ম না মেনে ছোট ইট তৈরি করায় জরিমানা কুষ্টিয়ার ম্যাপ

কুষ্টিয়া: নির্দিষ্ট মাপের চেয়ে ছোট মাপের ইট তৈরির অপরাধে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার তিন ইটভাটাকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১১ এপ্রিলৈ) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়ার সহকারী পরিচালক সেলিমুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।

সেলিমুজ্জামান জানান, বুধবার বিকেলে অভিযান চালিয়ে কুমারখালী উপজেলার বড়ইচারা, পান্টি গ্রামের এসএসবি এবং এইচআরবি অ্যান্ড এইচবি ব্রিকস নামে তিনটি ভাটাকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এসময় মালিকদের কাছ থেকে জরিমানা আদায়ও করা হয়।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।