গাজীপুর সার্কিট হাউজে সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার, সহকারী রির্টানিং অফিসার ও নির্বাচন সহায়ক কর্মকর্তাদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ শেষে বুধবার (১১ এপ্রিল) বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম একথা বলেন।
তিনি বলেন, ম্যাজিস্ট্রেট ও পুলিশ প্রশাসনের সঙ্গে মিটিং করে কথা বলা হয়েছে।
‘কোনো প্রার্থীকে যেন হয়রানি না করা হয় সে জন্য নির্বাচন কমিশনারের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করা হয়েছে। আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিয়য়ে পুলিশ প্রশাসন যথাযথ অ্যাকশন নেবে। কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকে অহেতুক হয়রানি করা হবে না। ’
এসময় উপস্থিত ছিলেন সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডল, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর ও অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ১১ এপ্রিল, ২০১৮
আরএস/এএ