ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সিলেটে কুশিয়ারা এক্সপ্রেসে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৪, এপ্রিল ৫, ২০১৮
সিলেটে কুশিয়ারা এক্সপ্রেসে আগুন ট্রেন (ফাইল ফটো)

সিলেট: সিলেটে কুশিয়ারা এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হঠাৎ ট্রেনের ইঞ্জিনে আগুণ লাগার ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

বৃহস্পতিবার (০৫ এপ্রিল) বেলা আড়াইটায় সিলেট-মাইজগাঁও রেলওয়ে স্টেশনের মোগলাবাজার রেলওয়ে স্টেশনে পৌছামাত্র ট্রেনে এ আগুন লাগার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আখাউড়া থেকে সিলেটগামী কুশিয়ায়া এক্সপ্রেস লোকাল ট্রেনটি মাইজগাঁও থেকে ছেড়ে আসার পর আগুনের সূত্রপাত হয়।

তাৎক্ষণিক চালক ট্রেনটি মোগলাবাজার রেলওয়ে স্টেশনে নিয়ে যান।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

সিলেট রেলওয়ে স্টেশন মাস্টার কাজি শহিদুর রহমান বাংলানিউজকে বলেন, ট্রেনের ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়াতে আগুন ধরে যায়। ইঞ্জিনের কি পরিমাণ ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। অবশ্য আগুন নিয়ন্ত্রণে আসার পর ট্রেনটি সিলেট রেলওয়ে স্টেশনে পৌঁছায় বলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।