বুধবার (৪ এপ্রিল) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নের সুফিয়া বাজারে রামগতি উপজেলা জেএসডি আয়োজিত পথসভায় তিনি এ মন্তব্য করেন।
আবদুর রব বলেন, ১৯৭০ সালের নির্বাচনে জনগণের ভোটের অধিকারকে অপমান করার কারণে জনগণ সশস্ত্র মুক্তি-সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ অর্জন করে।
তিনি বলেন, অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সরকারের জয় লাভের কোনো সম্ভাবনা নেই-এটা নিশ্চত জেনেই সরকার বিরোধীদল ছাড়া আরেকটি নির্বাচনের লক্ষ্যে নানা ধরনের অগণতান্ত্রিক কৌশলের আশ্রয় নেওয়ার পাঁয়তারা করছে। জনগণকে ভোটের অধিকার থেকে বারবার বঞ্চিত করার পরিণাম হবে খুব ভয়াবহ। জনগণের মালিকানা অস্বীকার করে মুক্তিযুদ্ধের বাংলাদেশে কোনো রাজনীতি চলতে পারে না।
জেএসডি নেতা আনসারুল হক বাহারের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সহ-সভাপতি তানিয়া রব, রামগতি উপজেলা জেএসডি সভাপতি গিয়াস উদ্দিন, জেএসডি নেতা জহিরুল ইসলাম নওশাদ, লোকমান হোসেন বাবলু, অধ্যক্ষ আবদুল মোতালেব, শাহাদাত হোসেন নিরব, হান্নান হাওলাদার, আবদুল্লাহ আল নোমান ও আসিফুল ইসলাম রিয়াজ প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
এসআর/আরআইএস