ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সোনারগাঁওয়ের সবজি ব্যবসায়ী ১৬ দিন ধরে নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০২, এপ্রিল ৪, ২০১৮
সোনারগাঁওয়ের সবজি ব্যবসায়ী ১৬ দিন ধরে নিখোঁজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মো. খোকন মিয়া (১৭) নামে এক সবজি ব্যবসায়ী গত ১৬ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ১৪ মার্চ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলের গাঁও গ্রামের নিজ বাড়ি থেকে দুপুরের খাবার খেয়ে কাঁচপুর দোকানে যাওয়ার পথে নিখোঁজ হয়।

বুধবার (৪ এপ্রিল) বিকেলে এ ঘটনায় নিখোঁজ কিশোরের মা লুৎফুন্নেছা বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।  

জিডি সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলের গাঁও গ্রামের আব্দুল খালেকের ছেলে সবজি ব্যবসায়ী মো. খোকন মিয়া গত ১৪ মার্চ দুপুরে তার নিজ বাড়ি থেকে দুপুরের খাবার খেয়ে কাঁচপুর দোকানের উদ্দেশ্যে রওনা হঢ।

এরপর থেকে তাকে আর খোঁজে পাওয়া যায়নি। তাকে বাড়ির আশেপাশেসহ বিভিন স্থানে ও আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ কিশোর খোকন মিয়ার উচ্চতা ৫ ফুট, গায়ের রঙ শ্যামলা, মুখ মন্ডল গোলাকার। তিনি সোনারগাঁওয়ের আঞ্চলিক ভাষায় কথা বলে। নিখোঁজের সময় তার পরনে ছিলো একটি জিন্স প্যান্ট ও একটি সাদা আকাশী রংয়ের টি-শার্ট।  

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।