বুধবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গাজিকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মান্নান ওই গ্রামের মৃত মদন মিয়ার ছেলে।
নবীনগর থানার পরিদর্শক (ওসি/তদন্ত) রাজু আহমেদ বাংলানিউজকে জানান, বিকেলে গাজিকান্দির গ্রামের উওরপাড়ার কয়েক দল যুবক দক্ষিণপাড়া গ্রামে একটি মেয়েকে উত্ত্যক্ত করছিল। এ সময় ওই মেয়ের মামা প্রতিবাদ করলে তারা চলে যায়। পরে তারা বাড়িতে গিয়ে দেশিয় অস্ত্র নিয়ে দক্ষিণপাড়ার লোকদের ওপর হামলা করে। এ সময় দুই পক্ষের সংঘর্ষ চলাকালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আব্দুল মান্নান ইটের আঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তিনি মারা যান।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৮
এনটি