ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

জঙ্গিবাদ দমনে বাংলাদেশ বিশ্বে রোল মডেল: আইজিপি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৪, এপ্রিল ৪, ২০১৮
জঙ্গিবাদ দমনে বাংলাদেশ বিশ্বে রোল মডেল: আইজিপি বক্তব্য রাখছেন আইজিপি জাবেদ পাটোয়ারী

রাজশাহী: সন্ত্রাস, জঙ্গিবাদ দমনে বাংলাদেশ বিশ্বের রোল মডেল বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী। তিনি বলেছেন, ‘বিশ্বে বাংলাদেশ আজ শুধু উন্নয়নেই রোল মডেল নয়, জঙ্গিবাদ দমনেও’।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী মহানগর পুলিশ আয়োজিত ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বুধবার (০৪ এপ্রিল) দুপুর ১২টায় এ সমাবেশ শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবি উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান।

সমাবেশে জাবেদ পাটোয়ারী বলেন, ‘জঙ্গিবাদ আমরা যে পর্যায়ে নিয়ে এসেছি, তা বিশ্বের অনেক দেশের জন্য শিক্ষনীয়। আমাদের শক্তির উৎস হলো আমাদের জনগণ। কারণ, জনগণই জঙ্গিবাদ বিষয়ে তথ্য দিয়ে, ধরিয়ে দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন'।

আইজিপি বলেন, ‘আপনারা দেখেছেন বাংলাদেশ পুলিশের সেই সব রক্তক্ষয়ী যোদ্ধা যারা হোলি আর্টিজনে প্রাণ দিয়েছিলেন। বেশ কয়েকজন অকুতোভয় যোদ্ধাকে হারিয়েও আমরা থেমে যাইনি। আপনাদের সবার সহযোগিতায়, জনগণের সহযোগিতায়, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সহযোগিতায় আমরা তাদেরকে রুখে দিয়েছি। যেমন করে আমরা রুখে দিয়েছিলাম পাক হানাদার বাহিনীকে’।  

মাদকের বিষয়ে তিনি বলেন, মাদক একটি সামাজিক সমস্যা, তাই সামাজিকভাবে রুখতে হবে। আমরা যেমন আপনাদেরকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদকে রুখে দিয়েছিলাম, আজকে আবার সময় এসেছে মাদককে রুখে দেওয়ার। কেবল পুলিশ একা এই সমস্যার সমাধান করতে পারবে না। এসময় তিনি জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশিদ হোসেন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘একটা আন্তর্জাতিক চক্র জঙ্গিবাদ দিয়ে, মাদক দিয়ে আমাদেরকে পেছনে টানার চেষ্টা করছে। তাই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে তোমাদের প্রকৃত শিক্ষা হচ্ছে তোমাদের মধ্যে কতটুকু দেশপ্রেম থাকা উচিৎ এবং সাধারণ মানুষের কীভাবে উপকার করা যাবে।

সমাবেশে মুখ্য আলোচক ছিলেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মাহবুবর রহমান। তিনি বলেন, ‘জঙ্গিবাদকে মোকাবিলা করা শুধুমাত্র পুলিশের পক্ষে সম্ভব নয়। টেরোরিজমকে কাউন্টার করার কাজটা আমাদের, বাকি কাজটা আপনাদের। শিক্ষক, ইমাম, জনপ্রতিনিধি সবাই দায়িত্ব আছে, যারা ভুল পথে গেছে তাদের ফিরিয়ে আনা। এই মাদক থেকে কেউ মুক্ত নয়। আপনাদের মধ্যে যেমন মাদকসেবী আছে, তেমনি আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যেও আছে। আমরা এই অপবাদ থেকে মুক্ত হতে চাই’।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।