বুধবার (০৪ এপ্রিল) সকাল ১১টার দিকে সদর উপজেলার বড়হরণ এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার প্যান্টের পকেটে নোয়াখালীর সোনাইমুড়ি থেকে নরসিংদী রেলওয়ে স্টেশন পর্যন্ত একটি ট্রেনের টিকিট পাওয়া গেছে।
ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউল হক জানান, সকালে বড়হরণ এলাকায় রেললাইনের পাশে মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। তার গলায় দাগ রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
এসআই