বুধবার (৪ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার গুলমাইজ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রায়হান উপজেলার পুটিয়া গ্রামের রাজিব শিকদারের ছেলে।
মৃত রায়হানের নানা মোক্তার হোসেন বাংলানিউজকে জানান, কিছুদিন আগে মায়ের সঙ্গে গুলমাইজ গ্রামে তার বাড়ি বেড়াতে আসে রায়হান। সকালে তার মা শাকিলা আক্তার রান্না ঘরে খিচুড়ি রান্না করছিল। এ সময় সে পরিবারের সবার অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর পুকুরে তাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। এ অবস্থায় তাকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
আরবি/