ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সিলেটে মা-ছেলে হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে নামজুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২১, এপ্রিল ৪, ২০১৮
সিলেটে মা-ছেলে হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে নামজুল

সিলেট: মা-ছেলেকে জবাই করে হত্যার মামলায় গ্রেফতারকৃত নাজমুল হোসেনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (০৪ এপ্রিল) বিকেল ৪টায় তাকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত র্কমকর্তা ওসি (তদন্ত) রোকেয়া খানম। শুনানি শেষে বিচারক সাইফুজ্জামান হিরো আসামির ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (০৩ এপ্রিল) দিনগত রাতে সিলেটের বটেশ্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নাজমুল হোসেন সিলেট সদর উপজেলার টুলটিকর ইউনিয়নের সাবেক মেম্বার ও মুক্তিরচকের বাসিন্দা আব্দুল করিমের ছেলে।

এদিকে গ্রেফতারকৃত নাজমুলকে নিয়ে এদিন বিকেলে কোতোয়ালি মডেল থানায় সংবাদ সম্মেলন করেছে পুলিশ।  
সংবাদ সম্মেলনে মহনগর পুলিশের সহকারী কমিশনার (এসি) গোলাম দস্তগির সাংবাদিকদের বলেন, পেশায় রিয়েল এস্টেট ব্যবসায়ী নাজমুল।  শাহপরান এলাকায় অ্যাচিভমেন্ট রিয়েল এস্টেট নামে ব্যবসার সঙ্গে সম্পৃক্ত সে। রোকেয়ার সঙ্গে তার দীর্ঘ দিনের সম্পর্ক ছিলো।

হত্যাকাণ্ডের দিন ওই এলাকায় তার অবস্থান করার তথ্য প্রমাণ মিলেছে। তবে সে সরাসরি হত্যায় জড়িত কি-না, এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার ওসি (তদন্ত) রোকেয়া খানম বলেন, শিশুটিকে নাজমুলের ছবি দেখানোর পর চিনেছে। হত্যাকাণ্ডে কতোজন জড়িত এ বিষয়ে সে কিছুই জানায়নি। নিহত রোকেয়াকে বিউটি পার্লারের ব্যবসায় সম্পৃক্ত করার কথা ছিলো তার।

এর আগে রোববার (০১ এপ্রিল) বিকেলে নগরীর মিরাবাজার খাঁরপাড়া ‘মিতালী ১৫/জে’ বাসার নিচতলা থেকে রোকেয়া বেগম (৪০) ও তার ছেলে রবিউল ইসলাম রোকনের (১৬) মরদেহ এবং মেয়ে রাইসাকে (৫) জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। নিহত রোকেয়া বেগম সুনামগঞ্জের জগন্নাথপুর কলকলি গ্রামের হেলাল মিয়ার স্ত্রী। স্বামী দ্বিতীয় বিয়ে করায় বছর খানেক ধরে ওই বাসায় দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন রোকেয়া।

হত্যার ঘটনায় রোববার মধ্যরাতে কোতোয়ালি মডেল থানায় মামলা (নং-০২(৪)১৮) দায়ের করেন নিহত রোকেয়া বেগমের ভাই জাকির হোসেন। মামলায় অজ্ঞাতপরিচয় ৪/৫ জনকে আসামি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।