বুধবার (৪ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে ইনসাব আয়োজিত মানববন্ধনে এ দাবি জানায় নির্মাণ শ্রমিকরা।
বক্তারা বলেন, এই শিল্পের সঙ্গে প্রায় ৩৭ লাখ শ্রমিক যুক্ত আছে।
সামগ্রী ছাড়াও সংশ্লিষ্ট নির্মাণকাজের অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ব্যাপকহারে বাড়চ্ছে। আকস্মিকভাবে নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধিতে ইতোমধ্যে রিহ্যাব ব্যক্তি মালিকানা নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে দেবে বলে ব্যাপক প্রচারণা চালাচ্ছে। এছাড়া প্রকল্প বাস্তবায়নে সরকারি ঠিকাদাররাও হিমশিম খাচ্ছে। যার কারণে লাখ লাখ নির্মাণ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। হিসাব অনুসারে আসন্ন বর্ষা মৌসুমে প্রায় ৫০ শতাংশ শ্রমিক কর্মহীন হয়ে পড়বেন। এ কারণে অনতিবিলম্বে নির্মাণ কাজের সঙ্গে সম্পৃক্ত মূল্যে কমানোর দাবি জানানো হয়।
এছাড়া হঠাৎ করে নির্মাণ সামগ্রীর অপ্রত্যাশিত মূল্য বাড়ার সঙ্গে সুযোগ-সন্ধানি কোনো অসাধু সিন্ডিকেট বা ব্যবসায়ীর যোগসাজশ আছে কিনা তা খতিয়ে দেখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
ইনসাবের সভাপতি মো. মিজানুর রহমান বাবুলের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের একাংশের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান, ইনসাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সহ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
এমএএম/এএটি