বুধবার (০৪ এপ্রিল) ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আকবর উপজেলার হারাইটেক গ্রামের বাসিন্দা।
সাতকাপন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদাল হোসেন বাংলানিউজকে জানান, আকবরের ছেলে তাজুল ইসলাম মানসিক বিকারগ্রস্ত। সোমবার (০২ এপ্রিল) বাবার সঙ্গে কথা বলার একপর্যায়ে দা দিয়ে পেটে কোপ দেন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
আরবি/