তার গায়ে লেগে থাকা রক্তই বলে দিচ্ছে, কিছুক্ষণ আগেই তার জন্ম। দ্রুত কুকুরটি তাড়িয়ে রক্ষা করি নবজাতকটিকে।
তিনি আরো জানান, বর্তমানে ছেলে নবজাতকটি ওই গ্রামের বেনজির আহমেদের বাড়িতে সুস্থ ও নিরাপদে রয়েছে। এ ঘটনা জানাজানি হলে স্থানীয় উৎসুক লোকজন নবজাতকটিকে দেখার জন্য ওই বাড়িতে ভিড় করছেন। এ সময় অনেকে বলাবলি করছেন- রাখে আল্লাহ মারে কে।
কররা কাওয়ালজানী গ্রামের বাসিন্দা মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের শারীরিক বিষয়ের শিক্ষক সাইফুল ইসলাম জানান, কেউ রাতে শিশুটিকে পলিথিনের ব্যাগে ভরে রাস্তার পাশে ফেলে রেখে যায়। শিশুটি বর্তমানে সুস্থ ও নিরাপদে আছে। বিষয়টি মির্জাপুর থানা পুলিশকে জানানো হয়েছে।
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বাংলানিউজকে বলেন, বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
এসআই