ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কুকুরের মুখ থেকে রক্ষা পেল সদ্যভূমিষ্ঠ শিশু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৪, এপ্রিল ৪, ২০১৮
কুকুরের মুখ থেকে রক্ষা পেল সদ্যভূমিষ্ঠ শিশু উদ্ধারকৃত শিশু

টাঙ্গাইল: ভোরে হাঁটতে বেরিয়ে দেখি, একটি কুকুর রাস্তায় পড়ে থাকা কিছু একটা মুখে নিয়ে টানা হেঁচড়া করছে। কাছে যেতেই দেখি, কুকুরটি যা নিয়ে টানাটানি করছে সেটি কোনো খাবার বা ময়লা-আবর্জনা নয়, জলজ্যান্ত মানবশিশু। 

তার গায়ে লেগে থাকা রক্তই বলে দিচ্ছে, কিছুক্ষণ আগেই তার জন্ম। দ্রুত কুকুরটি তাড়িয়ে রক্ষা করি নবজাতকটিকে।

কথাগুলো বলছিলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের কররা কাওয়ালজানী গ্রামের হুমায়ুন মাস্টার। বুধবার (৪ এপ্রিল) ভোরে কররা কাওয়ালজানী গ্রামে এ ঘটনা ঘটে।

তিনি আরো জানান, বর্তমানে ছেলে নবজাতকটি ওই গ্রামের বেনজির আহমেদের বাড়িতে সুস্থ ও নিরাপদে রয়েছে। এ ঘটনা জানাজানি হলে স্থানীয় উৎসুক লোকজন নবজাতকটিকে দেখার জন্য ওই বাড়িতে ভিড় করছেন। এ সময় অনেকে বলাবলি করছেন- রাখে আল্লাহ মারে কে।

কররা কাওয়ালজানী গ্রামের বাসিন্দা মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের শারীরিক বিষয়ের শিক্ষক সাইফুল ইসলাম জানান, কেউ রাতে শিশুটিকে পলিথিনের ব্যাগে ভরে রাস্তার পাশে ফেলে রেখে যায়। শিশুটি বর্তমানে সুস্থ ও নিরাপদে আছে। বিষয়টি মির্জাপুর থানা পুলিশকে জানানো হয়েছে।  

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বাংলানিউজকে বলেন, বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।