আইজি প্রিজন তার এক আত্মীয়কে দেখতে বুধবার (৪ এপ্রিল) দুপুরে হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে আসেন। পরে তিনি সেখানে প্লেন দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অ্যানি ও শেহরিনের চিকিৎসার খোঁজখবর।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আইজি প্রিজনকে প্রশ্ন করা হলে তিনি বাংলানিউজকে বলেন, ‘কারাগারে খালেদা জিয়ার সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। ’
এর আগে গত ১২ মার্চ নেপালের কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকালে বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এতে নিহত হন ৫০ জন। যাদের মধ্যে ২৬ জন বাংলাদেশি। আর আহত হন ৯ বাংলাদেশি।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
এএটি