ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

প্লেন দুর্ঘটনায় আহতদের দেখতে ঢামেকে আইজি প্রিজন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৪, এপ্রিল ৪, ২০১৮
প্লেন দুর্ঘটনায় আহতদের দেখতে ঢামেকে আইজি প্রিজন রোগীর বিষয়ে কথা বলছেন আইজি প্রিজন। ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন নেপালের কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন দুর্ঘটনায় আহত আলমুন নাহার অ্যানি ও শেহরিনের চিকিৎসার খোঁজখবর নিলেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।

আইজি প্রিজন তার এক আত্মীয়কে দেখতে বুধবার (৪ এপ্রিল) দুপুরে হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে আসেন। পরে তিনি সেখানে প্লেন দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অ্যানি ও শেহরিনের চিকিৎসার খোঁজখবর।

এ সময় তার সঙ্গে ছিলেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন ও বার্ন ইউনিটের প্রধান সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আইজি প্রিজনকে প্রশ্ন করা হলে তিনি বাংলানিউজকে বলেন, ‘কারাগারে খালেদা জিয়ার সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। ’

এর আগে গত ১২ মার্চ নেপালের কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকালে বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এতে নিহত হন ৫০ জন। যাদের মধ্যে ২৬ জন বাংলাদেশি। আর আহত হন ৯ বাংলাদেশি।  

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।