ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঘাটাইলে গ্রেনেড বিস্ফোরণে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪২, এপ্রিল ৪, ২০১৮
ঘাটাইলে গ্রেনেড বিস্ফোরণে নারীর মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে কুড়িয়ে পাওয়া গ্রেনেড বিস্ফোরণে ময়না খাতুন (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (০৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দিঘর ইউনিয়নের মালাধী মাইধার চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়না মালাধী মাইধার চালা গ্রামের মৃত ইয়াকুব আলীর মেয়ে।

তিনি ওই এলাকার ডা. জয়নের বাড়ির রান্নাঘরে আশ্রিতা হিসেবে বসবাস করতেন। ঘাটাইল ক্যান্টনমেন্ট এলাকায় ফেলনা মালপত্র কুড়িয়ে (টোকাই) তা বিক্রি করে তার দিন চলতো।

আহতরা হলেন- ওই গ্রামের শরিফ (৩৫) জয়নুদ্দিন (৬০) ও তার ভায়রা কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকার রাজ্জাক (৫০)। তাদের উদ্ধার করে ঘাটাইল সিএমএস এ ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে ক্যান্টনমেন্ট এলাকায় গভীর বনের ভেতর থেকে অবিস্ফোরিত গ্রেনেড ও গুলির খোসা কুড়িয়ে আঁচলে করে বাড়ি নিয়ে আসেন ওই নারী। এ সময় স্থানীয়রা কি জানতে চাইলে সেগুলো আঁচল থেকে মাটিতে ফেললেই গ্রেনেডটির বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ময়নার। এ সময় আহত হন ওই তিনজন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮, আপডেট: ১৯০১ ঘণ্টা
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।