বুধবার (০৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দিঘর ইউনিয়নের মালাধী মাইধার চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ময়না মালাধী মাইধার চালা গ্রামের মৃত ইয়াকুব আলীর মেয়ে।
আহতরা হলেন- ওই গ্রামের শরিফ (৩৫) জয়নুদ্দিন (৬০) ও তার ভায়রা কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকার রাজ্জাক (৫০)। তাদের উদ্ধার করে ঘাটাইল সিএমএস এ ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে ক্যান্টনমেন্ট এলাকায় গভীর বনের ভেতর থেকে অবিস্ফোরিত গ্রেনেড ও গুলির খোসা কুড়িয়ে আঁচলে করে বাড়ি নিয়ে আসেন ওই নারী। এ সময় স্থানীয়রা কি জানতে চাইলে সেগুলো আঁচল থেকে মাটিতে ফেললেই গ্রেনেডটির বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ময়নার। এ সময় আহত হন ওই তিনজন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮, আপডেট: ১৯০১ ঘণ্টা
আরবি/এসআই