বুধবার (০৪ এপ্রিল) সকালে লক্ষ্মীপুর সদর হাসপাতাল গেইটের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ডা. আনোয়ার হোসেন সদর হাসপাতালে যোগদানের পর থেকে চিকিৎসা ব্যবস্থায় ব্যাপক উন্নতি হয়েছে।
মানববন্ধন শেষে হাসপাতাল চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সদর হাসপাতালে এসে শেষ হয়।
খবর পেয়ে জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহম্মেদ সদর হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়ে আন্দোলনকারীদের শান্ত করেন।
সম্প্রতি লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেনকে রাঙামাটি হাসপাতালে বদলি করা হয়।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
এসআর/ওএইচ/