ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

চিকিৎসকের বদলির আদেশ প্রত্যাহার চেয়ে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৩, এপ্রিল ৪, ২০১৮
চিকিৎসকের বদলির আদেশ প্রত্যাহার চেয়ে মানববন্ধন এলাকাবাসীর মানববন্ধন/ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আনোয়ার হোসেনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।

বুধবার (০৪ এপ্রিল) সকালে লক্ষ্মীপুর সদর হাসপাতাল গেইটের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ডা. আনোয়ার হোসেন সদর হাসপাতালে যোগদানের পর থেকে চিকিৎসা ব্যবস্থায় ব্যাপক উন্নতি হয়েছে।

সাধারণ মানুষ সরকারি হাসপাতাল মুখি হয়েছেন উল্লেখ করে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তার বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান বক্তারা।

মানববন্ধন শেষে হাসপাতাল চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সদর হাসপাতালে এসে শেষ হয়।

খবর পেয়ে জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহম্মেদ সদর হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়ে আন্দোলনকারীদের শান্ত করেন।

সম্প্রতি লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেনকে রাঙামাটি হাসপাতালে বদলি করা হয়।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
এসআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।