মঙ্গলবার (০৩ এপ্রিল) দুপুরে অচেতন অবস্থায় ওই তিন ব্যবসায়ীকে এলাকাবাসী উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
খপ্পরে পড়া ব্যবসায়ীরা হলেন- গাজীপুরের কাপাসিয়া উপজেলার জাইগির চাঁদপুর এলাকার মৃত আওয়াল ওরফে আবুল উদ্দিন মোড়লের ছেলে মো. সামছুদ্দিন মোড়ল (৬৫), একই এলাকার সিদ্দীক উদ্দিনের ছেলে রাসেদুল ইসলাম (৪০) ও আব্দুল হকের ছেলে মনির হোসেন (৬৬)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সামছুদ্দিন, রাসেদুল ও মনির গরু ব্যবসার সঙ্গে জড়িত। টাঙ্গাইলের বিভিন্ন এলাকার হাট থেকে গরু কিনে তারা গাজীপুরের বিভিন্ন হাটে বিক্রি করেন। মঙ্গলবার ভোরে ওই তিন ব্যবসায়ী গরু কিনতে টাঙ্গাইলের মির্জাপুরের দেওহাটার হাটের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে অজ্ঞানপার্টির একটি চক্র গাড়ির ভেতরে কৌশলে তাদের অচেতন করে। এ সময় ওই ৩ ব্যবসায়ীর কাছে থাকা প্রায় ৫ লাখ টাকা লুট করে নিয়ে যায় অজ্ঞানপার্টির চক্রটি।
এ সময় অচেতন অবস্থায় ওই ৩ ব্যবসায়ীকে কালিয়াকৈর উপজেলার সাহেববাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ফেলে পালিয়ে যায়। দুপুরে এলাকাবাসী অচেতন অবস্থায় ওই তিন ব্যবসায়ীকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
কালিয়াকৈর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মনিরুজ্জামান জানান, এলাকাবাসী অচেতন অবস্থায় ওই ৩ গরু ব্যবসায়ীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের অবস্থার অবনতি হলে সেখানে থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
আরএস/জেডএস