ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নীলফামারীতে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৭, এপ্রিল ৩, ২০১৮
নীলফামারীতে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১ গ্রেফতার আসামি

নীলফামারী: নীলফামারীতে তৃতীয় শেণির ছাত্রী ধর্ষণ মামলার আসামি শুক্কুর আলীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৩ এপ্রিল) দুপুরে নীলফামারী পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মুহাম্মদ আশরাফুল হক এ তথ্য জানান।

ব্রিফিংয়ে তিনি বলেন, ০১ মার্চ দুপুরে পলাশবাড়ির পূর্ব সহদেব বড়গাছা প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণ করেন একই এলাকার কেরাণীপাড়ার মৃত. জুনায়েত আলীর ছেলে শুক্কুর আলী।

পরে ওইদিন সন্ধ্যায় মেয়েটির মা কাজ থেকে ফিরে মেয়েকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা মেয়েটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এ ঘটনার পরের দিন ২ মার্চ মেয়েটির বাবা শুক্কুর আলীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এ প্রেক্ষিতে সোমবার (০২ এপ্রিল) রাতে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার সীমান্ত এলাকা শিংঝাড় থেকে তাকে গ্রেফতার করে নীলফামারী পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।