মঙ্গলবার (৩ এপ্রিল) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. শামীম রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে স্থানীয় মডার্ন একাডেমি, বিদ্যাপীঠ কোচিং সেন্টার ও স্টার লাইট কোচিং সেন্টারের পরিচালক ও শিক্ষকসহ মোট ১২ জনকে আটক করা হলেও পরবর্তীতে তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বাংলানিউজকে জানান, সকালে তিনটি স্থানীয় কোচিং সেন্টারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় মডার্ন একাডেমির পরিচালক নাসির হায়দার, স্টার লাইটের মিঠুন চন্দ্র রায়, মুনমুন ঘোষ ও সিরাজুল ইসলামসহ ১২ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে কোচিং সেন্টারগুলো বন্ধ করে দেওয়া হয়।
এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি আব্দুল আহাদ।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
এমএএএম/আরআইএস/