ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বেগমগঞ্জে মাদক বিক্রেতার কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৭, এপ্রিল ৩, ২০১৮
বেগমগঞ্জে মাদক বিক্রেতার কারাদণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে হাবিবুর রহমান রনি (২৮) নামে এক মাদক বিক্রেতাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোস্তফা জাবেদের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত হাবিবুর উপজেলার দক্ষিণ নাজিরপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে নাজিরপুর গ্রাম থেকে ৪০ পিস ইয়াবাসহ হাবিবুরকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় তিনি দোষ স্বীকার করায় বিচারক তাকে এ দণ্ড দেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ