ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ফারমার্স ব্যাংকের এমডিসহ ১৭ জনের দেশত্যাগ বন্ধে চিঠি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০২, এপ্রিল ৩, ২০১৮
ফারমার্স ব্যাংকের এমডিসহ ১৭ জনের দেশত্যাগ বন্ধে চিঠি

ঢাকা: ফারমার্স ব্যাংকের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী, তার স্ত্রী এবং বর্তমান এমডি একেএম শামীমসহ ১৭ জনের বিদেশযাত্রা নিষেধাজ্ঞা চেয়ে চিঠি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৩ এপ্রিল) দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয় থেকে ইমগ্রেশন কর্তৃপক্ষকে নিষেধাজ্ঞা চেয়ে এ চিঠি দিয়েছে।

বাবুল চিশতী-রোজি চিশতী দম্পতি ছাড়াও নিষেধাজ্ঞার তালিকায় থাকা অন্যরা হলেন, তাদের ছেলে রাশেদুল হক চিশতী, মাজেদুল হক চিশতী, তাদের মেয়ে রিমি চিশতী, পুত্রবধূ ফারহানা আহমেদ চিশতী।

এছাড়াও তালিকার অন্যরা হলেন- ব্যাংকের এসইভিপি গাজী সালাহ্উদ্দিন, ইভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম মজুমদার, এসভিপি জিয়া উদ্দিন আহমেদ, ভিপি লুৎফুল হক, ভিপি মো. মনিরুল হক, এফভিপি মো. তাফাজ্জল হোসেন, এভিপি মোহাম্মদ শামসুল হাসান ভুঁইয়া, এইও মাহবুব আহমেদ ও ইও মোহাম্মদ জাকির হোসেন।

বাংলাদশ সময়: ১৫৪৯ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮/আপডেট: ১৮০৩ ঘণ্টা
আরএম/এসএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ