মঙ্গলবার (০৩ এপ্রিল) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। বাবলু রাজশাহী জেলার আড়ানী হামিদকুড়া গ্রামের বাসিন্দা।
একই ট্রেন থেকে অজ্ঞানপার্টির খপ্পরেপড়া চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ইউনিয়নের পার্বতীপুর রাহগ্রামের তাজুল ইসলামের ছেলে সেলিমকে (৩২) অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, সকালে ঈশ্বরদী থেকে রহনপুরের উদ্দেশে ছেড়ে আসা সাটল ট্রেন চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেল স্টেশনে এলে ট্রেনের অন্য যাত্রীরা বিষয়টি টের পেয়ে আমনুরা রেলওয়ে পুলিশকে জানায়। পরে অচেতন অবস্থায় এক যুবককে রহনপুর স্টেশনে নামিয়ে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে রাজশাহী নিয়ে যাওয়া হয়।
আমনুরা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দুরুল হোদা বাংলানিউজকে জানান, ধারণা করা হচ্ছে, অজ্ঞানপার্টির দেয়া খাবার খেয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের পরিবারকে খবর দেয়া হয়েছে এবং মরদেহ রাজশাহী জিআরপি থানায় রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
আরবি/