মঙ্গলবার (০৩ এপ্রিল) দুপুরে র্যাব ১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক নাজমুল আরেফিন পরাগ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উপজেলার কুট্রাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- জেলার বিজয়নগর উপজেলার জলিলপুর গ্রামের নরুল ইসলামের ছেলে সবুজ মিয়া (৩৫), ময়মনসিংহ জেলার বাঘমারা গ্রামের আজিজ আহমেদের ছেলে রবিন আহমেদ (২৮)।
সহকারী পরিচালক নাজমুল আরেফিন পরাগ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুট্রাপাড়া মোড়ে চেকপোস্ট বসিয়ে মাইক্রোবাসটিকে থামানোর জন্য সংকেত দিলে তারা বাধা অমান্য করে চলে যায়। পরে তাৎক্ষণিক মাইক্রোবাসটির পেছনে ধাওয়া করে বিশ্বরোড মোড়ের খাজা গরীবে নেওয়াজ ফিলিং স্টেশনের সামনে মাইক্রোবাসসহ তাদের আটক করা হয়। এ সময় গাড়ির ভেতরে তল্লাশি করে ৩০০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে র্যাব। পরে মাইক্রোবাসটি জব্দ করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে সরাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, এপ্র্রিল ০৩, ২০১৮
টিএ