ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সরাইলে সাড়ে ৭ মণ গাঁজা ভর্তি মাইক্রো জব্দ, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১২, এপ্রিল ৩, ২০১৮
সরাইলে সাড়ে ৭ মণ গাঁজা ভর্তি মাইক্রো জব্দ, আটক ২ সরাইলে সাড়ে ৭ মণ গাঁজা ভর্তি মাইক্রো জব্দ, আটক ২

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাড়ে সাত মণ গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল ভর্তি একটি মাইক্রোবাসসহ দুই বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (০৩ এপ্রিল) দুপুরে র‌্যাব ১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক নাজমুল আরেফিন পরাগ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উপজেলার কুট্রাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জেলার বিজয়নগর উপজেলার জলিলপুর গ্রামের নরুল ইসলামের ছেলে সবুজ মিয়া (৩৫), ময়মনসিংহ জেলার বাঘমারা গ্রামের আজিজ আহমেদের ছেলে রবিন আহমেদ (২৮)।

সহকারী পরিচালক নাজমুল আরেফিন পরাগ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুট্রাপাড়া মোড়ে চেকপোস্ট বসিয়ে মাইক্রোবাসটিকে থামানোর জন্য সংকেত দিলে তারা বাধা অমান্য করে চলে যায়। পরে তাৎক্ষণিক মাইক্রোবাসটির পেছনে ধাওয়া করে বিশ্বরোড মোড়ের খাজা গরীবে নেওয়াজ ফিলিং স্টেশনের সামনে মাইক্রোবাসসহ তাদের আটক করা হয়। এ সময় গাড়ির ভেতরে তল্লাশি করে ৩০০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে র‌্যাব। পরে মাইক্রোবাসটি জব্দ করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে সরাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, এপ্র্রিল ০৩, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ