ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

‘বন্দুকযুদ্ধে’ নিহত ওই ডাকাত এমপির বাড়িতে ডাকাতিতে জড়িত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১২, এপ্রিল ৩, ২০১৮
‘বন্দুকযুদ্ধে’ নিহত ওই ডাকাত এমপির বাড়িতে ডাকাতিতে জড়িত পুলিশের সংবাদ সম্মেলন

ঠাকুরগাও: ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ২৯ মাইল এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে যে ডাকাত নিহত হয়েছে সে ঠাকুরগাঁও-২ আসনের এমপি দবিরুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত ছিল বলে দাবি করেছেন পুলিশ সুপার ফরহাত আহম্মদ।

মঙ্গলবার (৩ এপ্রিল) বেলা ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

লিখিত বক্তব্যে পুলিশ সুপার ফরহাত আহম্মদ বলেন, রাত ৩টা থেকে ৪টার মধ্যে ১৪/১৫ জনের একদল ডাকাত ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের হাড়িপুকুর নামক স্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

এ সংবাদ পেয়ে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছ‍ুড়লে ডাকাত দল পিছু হটে যায়। পরে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতপরিচয় (৩২) এক ডাকাতকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ডিবি পুলিশের চার সদস্য আহত হয়েছে বলেও দাবি পুলিশ সুপারের। আহতদের সদর হাসপাতাল থেকে পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ সুপার আরো জানান, গত ১২ মার্চ রাতে এমপি দবিরুল ইসলামের বালিয়াডাঙ্গীর বাসায় ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত পাঁচ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

তারা হলেন- রুবেল ইসলাম (২৬), মামনুর রশিদ মামুন (৩৩), সাবেদুল ইসলাম সাবেদ (৩৬), মামুন অর রশিদ (৪৭), কমল (৪৭)।

তারা আদালতে স্বীকারোক্তি দিয়েছে। এছাড়াও পুলিশ নীলফামারী জেলার সৈয়দপুর থেকে ২১ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে। সেইসঙ্গে দোকান মালিক ইমরান আলীকে (৩৫) এবং ডাকাতদের পরিবহন করা পাগলুর চালক রিয়াজুল ইসলামকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।

** ঠাকুরগাঁওয়ে 'বন্দুকযুদ্ধে' ডাকাত নিহত, ৪ পুলিশ আহত

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ