নিহত সুমি উপজেলার কাশিনগর ইউনিয়নের জয়মঙ্গলপুর গ্রামের সোলেমান মিয়ার মেয়ে।
মঙ্গলবার (০৩ এপ্রিল) সকালে চৌদ্দগ্রাম থানার উপ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
এসআই সাইফুল ইসলাম জানান, সোমবার (০২ এপ্রিল) রাতের কোনো এক সময় নিজ ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে সুমি। সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে কি কারণে ওই তরুণী আত্মহত্যা করেছে তদন্ত শেষে বলা যাবে বলেও জানান এসআই সাইফুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, এপ্রিল ২০১৮
ওএইচ/