ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সব দলেই থাকতে হবে   

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৬, এপ্রিল ৩, ২০১৮
মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সব দলেই থাকতে হবে    আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন সংস্কৃতিমন্ত্রী-ছবি-বাংলানিউজ

গাজীপুর: মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতাতেও থাকতে হবে, বিরোধী দলেও থাকতে হবে। যারা এ দেশে রাজনীতি করবেন, যারা এ দেশের নাগরিক হিসেবে পরিচয় দেবেন তাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করার সুযোগ নেই।

মঙ্গলবার (৩ এপ্রিল) দুপুরে গাজীপুরস্থ জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘আমাদের মুক্তি সংগ্রাম, বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এসব কথা বলেন।
 
তিনি বলেন, মুক্তিযুদ্ধের শক্তি ছাড়া বাংলাদেশে কারও অস্তিত্ব থাকার সুযোগ নেই।

যদি এ জায়গাটিতে আমরা আপোষ করি তাহলে চিরকালই আমরা পথভ্রষ্ট হবো। এ জায়গাটিতে আপোষ করার সুযোগ নেই।
 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ।  

অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন। অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন অধ্যাপক খন্দকার বজলুল হক ও রামেন্দু মজুমদার প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ০৩ এপ্রিল ২০১৮
আরএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ