ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

এমপি বিএইচ হারুনকে দুদকে তলব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪১, এপ্রিল ৩, ২০১৮
এমপি বিএইচ হারুনকে দুদকে তলব এমপি হারুন ও দুদক লোগো

ঢাকা: প্রিমিয়ার ব্যাংকের ১৩৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঝালকাঠী-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুনকে (বিএইচ হারুন) তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপ-পরিচালক শামসুল হক স্বাক্ষরিত চিঠিতে মঙ্গলবার (৩ এপ্রিল) এমপি হারুনকে তলব করা হয়। তাকে ১১ এপ্রিল দুদকের হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এমপি হারুন ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও প্রিমিয়ার ব্যাংকের পরিচালক।

তার বিরুদ্ধে অভিযোগ, প্রিমিয়ার ব্যাংকের কিছু কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করে অতিরিক্ত চেক বই দেখিয়ে তিনি গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে ১৩৪ টাকা সরিয়ে নিয়েছেন। এই টাকা দিয়ে তিনি ঢাকা ব্যাংক ও অন্যান্য ব্যাংকের ঋণ পরিশোধ করেছেন পাশাপাশি তার বিভিন্ন প্রতিষ্ঠানের নামে শেয়ার কিনেছেন।

এছাড়া তিনি বনানীতে বহুতল ভবন নির্মাণ ও বসুন্ধরায় প্লট কিনেছেন। এছাড়া তিনি চারটি বিলাসবহুল গাড়িরও মালিক বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ