মঙ্গলবার (৩ এপ্রিল) সকাল ১১টার দিকে বিদ্যালয়ে পাঠদান চলাকালীন এ ঘটনা ঘটে।
বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম বাংলানিউজকে বলেন, জাতীয় কৃমিনাশক কর্মসূচির আওতায় সকালে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়।
কৃমিনাশক খাওয়ানোর কিছুক্ষণের মধ্যেই সপ্তম শ্রেণির ছাত্রী রিক্তা খাতুন অসুস্থ হয়ে পড়ে। তাকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর একের পর এক ছাত্রী অসুস্থ হতে থাকে। বিদ্যালয়ের ৬০ ছাত্রী অসুস্থ হলে তাদের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতাল) ভর্তি করা হয়।
তবে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনোয়ারুল ইসলাম জানিয়েছেন কৃমিনাশক ওষুধের জন্য নয় গণমনস্তাত্ত্বিক রোগে (মাস সাইকোসিস) আক্রান্ত হয়ে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছে।
তিনি আরো জানান, একজনের দেখাদেখি আতঙ্কিত হয়ে আরেকজন অসুস্থতা বোধ করেছে। এটা তেমন কোনো রোগ নয়। প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়ে উঠছে।
এদিকে এ ঘটনার পরপরই বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
আরএ