মঙ্গলবার (০৩ এপ্রিল) ভোরে ঢাকা-বরিশাল নৌ রুটের মিয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।
সুন্দরবন-১০ এর মাস্টার রুহুল আমিন বাংলানিউজকে জানান, সোমবার (০২ এপ্রিল) দিবাগত রাতে সদরঘাট থেকে বরিশালের উদ্দেশে যাত্রী নিয়ে রওয়ানা দেয় সুন্দরবন ১০।
তিনি আরো বলেন, সতর্ক করার পরও লঞ্চটি এসে পেছনের অংশে ধাক্কা দেয়। ধারণা করা হচ্ছে লঞ্চটি দুমড়েমুচড়ে প্রায় ৬-৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এদিকে সকালে বরিশাল নদীবন্দরে নোঙ্গর করার পর সুন্দরবন লঞ্চটির ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেছেন কীর্তনখোলা-২ লঞ্চের মাস্টার সাজ্জাদ ও মানিক।
বরিশাল নদী বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেল্লাল হোসেন বাংলানিউজকে জানান, এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। লঞ্চদুটি নিরাপদেই বরিশাল নদীবন্দরে পৌছেছে। যাত্রীরা যার যার গন্তব্যে চলে গেছেন।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
এমএস/ওএইচ/