ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামীর ম‍ৃত্যু, স্ত্রী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০০, এপ্রিল ৩, ২০১৮
সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামীর ম‍ৃত্যু, স্ত্রী আহত ঝুলে থাকা বৈদ্যুতিক তার

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তপন চন্দ্র দাস (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে তার স্ত্রী মিনতি দাশ।

মঙ্গলবার (৩ এপ্রিল) সকালে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের ছাটকাল মাঝিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তপন চন্দ্র একই এলাকার উপেন চন্দ্র দাসের ছেলে।

স্থানীয়রা জানায়, গ্রামে বত্রিশ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন চলছিল। সেই অনুষ্ঠানে কুসুম ডেকোরেটরের বৈদ্যুতিক তার এলোমেলোভাবে রাখা ছিল। চলাফেরার সময় হঠাৎ তপনের গলায় বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তপনের মৃত্যু হয়। এ সময় মিনতি দাস তাকে বাঁচাতে গেলে সেও আহত হয়। পরে কুসুম ডেকোরেটরের মালিকসহ কর্মচারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বোনারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ওয়ারেস আলী ম‍ৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ