ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

প্রবৃদ্ধি ও আয় বাড়ায় দেশবাসীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩১, এপ্রিল ৩, ২০১৮
প্রবৃদ্ধি ও আয় বাড়ায় দেশবাসীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ঢাকা: চলতি অর্থবছরের (২০১৭-১৮) প্রথম ১০ মাসে জিডিপি প্রবৃদ্ধির হার ও মাথাপিছু আয় বাড়ায় দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (০৩ এপ্রিল) সকালে রাজধানীর পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ উন্নতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
 
পরে প্রধানমন্ত্রী বলেন, এই অর্জন খুব ভালো।

আমরা খুব খুশি। সবাইকে আমি অভিনন্দন জানাই। এই অর্জনের জন্য দেশবাসীকে ধন্যবাদ জানাই।
 
সভায় প্রধানমন্ত্রীকে জানানো হয়, চলতি অর্থবছরের প্রবৃদ্ধি হবে ৭.৬৫ শতাংশ। এর ফলে মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৫২ ডলার।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
এমআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ