ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

৮ সপ্তাহ সময় চেয়েছেন এ কে আজাদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০৪, এপ্রিল ৩, ২০১৮
৮ সপ্তাহ সময় চেয়েছেন এ কে আজাদ এ কে আজাদ

ঢাকা: আইনজীবী পাঠিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে ৮ সপ্তাহ সময় চেয়েছেন হা-মীম গ্রুপের পরিচালক (এমডি) ও এফবিসিসিআই’র সাবেক সভাপতি এ কে আজাদ।

মঙ্গলবার (০৩ এপ্রিল) সকাল ১০টায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করেছিলো দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তবে বিদেশ সফরে থাকায় আইনজীবীর মাধ্যমে এই সময় চেয়েছেন বলে জানিয়েছেন এ কে আজাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের এক কর্মকর্তা।

এ কে আজাদকে দুদকে তলব

দুদক সূত্র জানায়, সকালে দু’জন আইনজীবী এসে ডেসপাস বিভাগে এ কে আজাদের পক্ষে সময় চাওয়ার আবেদন জমা দেন।  

তবে এ বিষয়ে এখনো দুদকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে বৈঠক করছেন এ বিষয়ে দায়িত্বরত কর্মকর্তা মীর জয়নাল আবেদিন শিবলি ও দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

এদিকে দুদকের অন্য এক সূত্র জানায়, এ কে আজাদ হৃদযন্ত্র বিষয়ক জটিলতায় ভুগছেন। আগে থেকে যুক্তরাষ্ট্রের এক হাসপাতালে তার অ্যাপয়েনমেন্ট থাকায় তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আইনজীবীর মাধ্যমে সে বিষয়ক তথ্য প্রমাণাদি তিনি সময় চাওয়া আবেদনের সঙ্গে দুদকে জমা দিয়েছেন।

তলবের চিঠির মাধ্যমে পাঠানো নোটিশে ৩ এপ্রিল সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে উপস্থিত থাকতে বলা হয়েছিলো।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
আরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ