ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কালিগঞ্জে ২ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫৯, এপ্রিল ৩, ২০১৮
কালিগঞ্জে ২ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দু’জন। 

মঙ্গলবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কালিগঞ্জ-শ্যামনগর সড়কের পিরোজপুর কালিখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  
 

নিহতরা হলেন কালিগঞ্জ উপজেলার নিজদেবপুর গ্রামের আব্দুল মান্নান (৫০) ও সোনাতলার আজগর আলীর ছেলে নুর হোসেন (৩০)।

 

এ দুর্ঘটনায় আহত তুহিন ও শান্তকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল মান্নান মোটরসাইকেলে করে কালিগঞ্জ যাচ্ছিলেন। পথে পিরোজপুর কাটাখালী এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। এতে আহত হন আরো দুই আরোহী।  

কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকি বাংলানিউজকে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ