মঙ্গলবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের মাওয়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মতিবুল্লাহ সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার লক্ষ্মীপুর গ্রামের আবি রহমানের ছেলে।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বাংলানিউজকে জানান, সকালে মাওয়া চৌরাস্তা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে হালুয়া বিক্রি করছিলেন মতিবুল্লাহ। এসময় বালুবাহী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
তিনি আরো জানান, পুলিশ ট্রাকের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তিকে আটক করেছে। মরদেহ উদ্ধার করে লৌহজং থানা হেফাজতে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
এসআই