বাংলা ২০ চৈত্রের দিনটি সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন হয়ে পড়েছে ঢাকার আকাশ। সুউচ্চ ভবনগুলো যেন কুয়াশার আবরণে ঢেকে গেছে।
মঙ্গলবার (০৩ এপ্রিল) সকালে কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে এসেছে অনেক। দূরে দৃষ্টি যাচ্ছে না সহজেই। আবহাওয়ার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, দৃষ্টিসীমা মাত্র দুই কিলোমিটারে নেমে এসেছে। আগের দিন সোমবার (০২ এপ্রিল) বিকেল থেকেই এমন অবস্থা বিরাজ করছে। বাতাসে জলীয়কণা বেশি থাকার কারণে এমনটি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অফিসের এক আবহাওয়াবিদ সকালে বাংলানিউজকে বলেন, মেঘলা আকাশে উত্তর দিক থেকে ঠাণ্ডা বাতাস বইছে, বাতাসে জলীয়কণার পরিমাণও বেশি। এছাড়া ঢাকা শহরে ডাস্ট (ধূলা-বালি-ধোঁয়া) বেশি, জলীয়কণা ধূলার সঙ্গে মিশে কুয়াশাচ্ছন্ন মনে হচ্ছে এবং দৃষ্টিসীমা কমেছে। বৃষ্টি না হওয়ায় কুয়াশাচ্ছন্ন অবস্থা বিরাজ করছে। তবে বৃষ্টি হলে এ অবস্থা কেটে যাবে। সামনের দিনে বৃষ্টিপাত হবে বলেও জানিয়েছেন ওই আবহাওয়াবিদ।
আবহাওয়া অফিদফতর বলছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আগামী দু’দিন বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এরপর তাপমাত্রা বৃদ্ধি পাবে।
বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
এমআইএইচ/জেডএস