ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঠাকুরগাঁওয়ে 'বন্দুকযুদ্ধে' ডাকাত নিহত, ৪ পুলিশ আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৪৬, এপ্রিল ৩, ২০১৮
ঠাকুরগাঁওয়ে 'বন্দুকযুদ্ধে' ডাকাত নিহত, ৪ পুলিশ আহত

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় ডিবি পুলিশের চার সদস্য আহত হয়েছেন। 

আহত পুলিশ সদস্যরা হলেন- ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) খোকন (৩৬), কনস্টেবল এনামুল হক (৪২), আব্দুল মমিন (৩৫) ও জামাল (২৮)।

মঙ্গলবার (০৩ এপ্রিল) ভোরে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ২৯ মাইল এলাকায় এ ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া বাংলানিউজকে জানান, ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ২৯ মাইল এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এখনো নিহত ডাকাত সদস্যের নামপরিচয় জানা যায়নি।

এ বিষয়ে ১২ টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ