ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কিশোরগঞ্জে গৃহবধূর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৩, এপ্রিল ২, ২০১৮
কিশোরগঞ্জে গৃহবধূর আত্মহত্যা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আসমা সিদ্দিকা কাকলী (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

সোমবার (০২ এপ্রিল) দিনগত রাত ৯টার দিকে জেলা শহরের গাইটাল আলমগীর হোসেন সিটি এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করে।

আসমা সিদ্দিকা কাকলী (৩৫) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কচুরী গ্রামের মো. সোহেল মিয়ার স্ত্রী। তিনি ওই এলাকায় ভাড়া বাসায় স্বামীকে নিয়ে বসবাস করতেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে কিশোরগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ মিয়া বাংলানিউজকে জানান, গৃহবধূ আসমা সিদ্দিকা কাকলীর মানসিক সমস্যা ছিলো। আর এ মানসিক সমস্যার কারণেই তিনি আত্মহত্যা করেছেন।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ০৪৪৩ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
এআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ