ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

চুনারুঘাটে আকল মিয়া হত্যা মামলায় রুবেলের রিমান্ড স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৮, এপ্রিল ২, ২০১৮
চুনারুঘাটে আকল মিয়া হত্যা মামলায় রুবেলের রিমান্ড স্থগিত

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আকল মিয়া হত্যা মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেলের তিনদিনের রিমান্ড স্থগিত করেছেন আদালত।

সোমবার (২ এপ্রিল) বিকেলে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম রিমান্ড মঞ্জুরের আদেশ দেন।

পরে আসামিপক্ষ এই আদেশের বিরুদ্ধে দায়রা জজ আদালতে রিভিশন করার জন্য সেই আদেশ স্থগিত রাখার আবেদন করলে বিজ্ঞ বিচারক ৪ এপ্রিল পর্যন্ত তা স্থগিত করেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু রিমান্ড স্থগিতের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ০২৫৬  ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
এআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ