সোমবার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের সরইকান্দি এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক বাংলানিউজকে জানান, কে বা কারা যুবকটিকে হত্যার পর মুলাডুলি ইউনিয়নের সরইকান্দি গ্রামের আবুল কালামের পুকুর পাড়ে মরদেহটি ফেলে গেছেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বাংলানিউজকে জানান, ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। মঙ্গলবার (৩ এপ্রিল) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ০২৪৯ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
এআর/এএটি