ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বুড়িগঙ্গায় নিখোঁজ ২ কিশোরীর মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২২, এপ্রিল ২, ২০১৮
বুড়িগঙ্গায় নিখোঁজ ২ কিশোরীর মরদেহ উদ্ধার বুড়িগঙ্গা নদী। ছবি: বাংলানিউজ

কেরানীগঞ্জ (ঢাকা): বুড়িগঙ্গা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ দুই কিশোরীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সোমবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বুড়িগঙ্গা নদীর লালকুঠি ঘাট এলাকা  থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে বুড়িগঙ্গায় নৌকা ডুবি, ২ কিশোরী নিখোঁজ সন্ধ্যা ৭টার দিকে বুড়িগঙ্গা নদীর নৌকা ডুবির ঘটনায় সানজিদা (১৪) ও স্বপ্না (১৫) নামে দুই কিশোরী নিখোঁজ হয়।



সদরঘাট নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, নিহতদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দু'টি ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।