সোমবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বুড়িগঙ্গা নদীর লালকুঠি ঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে বুড়িগঙ্গায় নৌকা ডুবি, ২ কিশোরী নিখোঁজ সন্ধ্যা ৭টার দিকে বুড়িগঙ্গা নদীর নৌকা ডুবির ঘটনায় সানজিদা (১৪) ও স্বপ্না (১৫) নামে দুই কিশোরী নিখোঁজ হয়।
সদরঘাট নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, নিহতদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দু'টি ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
এজেডএস/এএটি