ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৩, এপ্রিল ২, ২০১৮
সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সাভার (ঢাকা): সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

সোমবার (২ মার্চ) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় ট্রাকের চাপায় শাহ সিমেন্ট কোম্পানির মার্কেটিং কর্মকর্তা নাহিদউজ-জামান ও ইউনুস আলীর মৃত্যু হয়।  

অপরদিকে এর প্রায় এক ঘণ্টা মধ্যেই ভাকুর্তা তুরাগ ব্রিজ এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি বাস চাপায় সাত মাসের শিশু কন্যাসহ একজন মায়ের মৃত্যু হয়।

পুলিশ জানায়, শাহ সিমেন্ট কোম্পানির ওই দুই কর্মকর্তাসহ তিন মোটরসাইকেল আরোহী হেমায়েতপুর থেকে সাভার ব্যাংক টাউনে যাচ্ছিলেন। পথে রাজফুলবাড়িয়া এলাকায় এলে একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয় ও আহত হন আরও একজন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহত ব্যক্তিকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।  

ট্রাক ও বাসের চালকদের আটকের চেষ্টা চলছে বলে জানান সাভার মডেল থানার উপ-পরিদর্শক (তদন্ত) সওগাতুল আলম।

বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।