ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নীলফামারীতে প্রশ্নপত্র দেওয়ার প্রলোভন, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৪, এপ্রিল ২, ২০১৮
নীলফামারীতে প্রশ্নপত্র দেওয়ার প্রলোভন, আটক ১

নীলফামারী: নীলফামারীতে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সিয়াম শাহরিয়ার (১৯) নামে এক প্রতারককে আটক করেছে র‌্যাব-১৩। 

আটক সিয়াম শাহরিয়ার নীলফামারী জেলা সদরের নিজপাড়ার বাবলুর রহমানের ছেলে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ সূত্রে জানা গেছে, সিয়াম শাহরিয়ার অর্থের বিনিময়ে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহ করার জন্য ফেসবুক ও হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে একাধিক পরীক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করতেন।

খবর পেয়ে সোমবার ভোরে তার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।  

তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি এসএসসি পরীক্ষার সময়ও একইভাবে প্রতারণার মাধ্যমে প্রশ্নপত্র সরবরাহ করেছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।