ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

কিশোরগঞ্জে ফুলেল শ্রদ্ধায় শহীদদের স্মরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০৩, মার্চ ২৬, ২০১৮
কিশোরগঞ্জে ফুলেল শ্রদ্ধায় শহীদদের স্মরণ সহকর্মীদের নিয়ে ফুল দিয়ে শহীদদের প্রতি সম্মান জানাচ্ছেন জেলা প্রশাসক

কিশোরগঞ্জ: নানা কর্মসূচির মধ্য দিয়ে কিশোরগঞ্জে উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। 

সোমবার (২৬ মার্চ) সকাল ৭টায় জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, কিশোরগঞ্জ প্রেসক্লাবসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এরপর মোনাজাতের মাধ্যমে শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়।

এর আগে পুলিশের একটি দল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করে।

এসময় উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার (এসপি) মো. মাশরুকুর রহমান খালেদ, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আহমেদ উল্লাহ, সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহাম্মদ রাজন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।