ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

খুলনার গল্লামারী স্মৃতিসৌধে মানুষের ঢল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১৩, মার্চ ২৬, ২০১৮
খুলনার গল্লামারী স্মৃতিসৌধে মানুষের ঢল গল্লামারী স্মৃতিসৌধ

খুলনা: মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নেমেছে খুলনার গল্লামারী স্মৃতিসৌধে।

সোমবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে খুলনায় স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু করা হয়।

আনুষ্ঠানিকভাবে খুলনা জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে গল্লামারী শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়।

এসব দল ও সংগঠনের মধ্যে ছিলো- মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ (জেলা ও মহানগর), বিএনপি (জেলা ও মহানগর), খুলনা সিটি করপোরেশন, খুলনা প্রেস ক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ আরো আনেক।

এছাড়া সাধারণ মানুষও স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন। তাদের আগমনে স্মৃতিসৌধে মানুষের ঢল নেমেছে।
 
বাংলাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এমআরএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।