সোমবার (২৫ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। আবুবক্কর সদর উপজেলার বলিরঘাট গ্রামের বাসিন্দা।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুণ্ড বাংলানিউজকে জানান, দুপুরে আবুবক্কর তুচ্ছ কারণে তার ১০ বছর বয়সী সন্তান রাশিদুলের মাথায় সাবল দিয়ে আঘাত করে। এতে ক্ষুদ্ধ হয়ে রাশিদুলের মা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এর জেরে সন্ধ্যার দিকে আবুবক্করকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশের দাবি গ্রেফতারের কিছুক্ষণ পরে আবুবক্কর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
আরবি/