রোববার (২৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বন্দরের ২২ নম্বর পণ্য গুদামে ভারত থেকে আসা বাংলাদেশি ট্রাকে পণ্য লোড করার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে এবং ট্রাক দু’টিকে নিরাপদ স্থানে সরিয়ে রাখে।
বেনাপোল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার তৌহিদুর রহমান বাংলানিউজকে জানান, ট্রাক দু’টি নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন পুরোপুরি নেভানোর কাজ চলছে।
বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) রুহুল আমিন বাংলানিজকে জানান, এখন সবকিছু স্বাভাবিক। এই ঘটনায় কারো বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠলে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০৩২০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এমএফআই/আরবি/