ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘পদ্মা’ এখন চাঁদপুরে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩২, মার্চ ২৫, ২০১৮
নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘পদ্মা’ এখন চাঁদপুরে যুদ্ধ জাহাজ বানৌজা ‘পদ্মা’

চাঁদপুর: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সর্বসাধারণের পরিদর্শনের জন্য বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা ‘পদ্মা’ এখন চাঁদপুরের ডাকাতিয়া নদীতে অবস্থান করছে।

সোমবার (২৬ মার্চ) দিবস উপলক্ষে বিআইডাব্লিউটিএ লঞ্চঘাট (পুরাতন) ডাকাতিয়া নদীতে সর্বসাধারণের জন্য দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত উন্মুক্ত থাকবে।

এর আগে রোববার (২৫ মার্চ) বিকেলে জাহাজটি খুলনা নৌ-অঞ্চল থেকে চাঁদপুরে এসে পৌঁছায়।

রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জাহাজ সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বসাধারাণের মধ্যে স্বাধীনতা যুদ্ধে নৌবাহিনীর ভূমিকা ও তাৎপর্য তুলে ধরাই এর মূল উদ্দেশ্য। মহান মুক্তিযুদ্ধে সর্বপ্রথম পদ্মা ও পলাশ নামে দু’টি যুদ্ধ জাহাজ যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে। বর্তমানে বানৌজা পদ্মা জাহাজটি বাংলাদেশ খুলনা শিপইয়ার্ড লিমিটেড কর্তৃক তৈরিকৃত আধুনিক পেট্রোল ক্রাফট। এটি ৬টি আধুনিক বিমান বিধ্বংসী কামান বহন করে আছে।

জাহাজটি পরিদর্শনকালে সর্বসাধারণকে কোনোরূপ হাতব্যাগ, মোবাইল, ক্যামেরা বহন না করার জন্য কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০২২৯ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।